জামালপুর প্রতিনিধি,
জামালপুর সদরের সুলতান নগরে বিল থেকে মাটি উত্তোলনের ড্রেজার মেশিনের পাইপ ফেটে নজরুল ইসলাম খান (৪০) নামে এক কৃষক মারা গেছে। নিহত নজরুল ইসলাম খান সুলতান নগর গ্রামের হাসমত আলী খানের পুত্র। স্থানীয়রা বিল থেকে মাটি উত্তোলন বন্ধের দাবি জানিয়েছেন।
জামালপুর সদর উপজেলার সুলতাননগর গ্রামের বিপুল হোসেন জানান, সোমবার বেলা ১১ টায় তার বাবা বাড়ির পাশে বোরোর জমিতে কাজ করছিল। এ সময় অর্থনৈতিক এলাকার ড্রেজার মেশিনে মাটি নেওয়া পাইপ ফেটে তার বাবা নজরুলের মাথায় চাপা পরে। আহত নজরুলকে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সোমবার রাতে তিনি মারা যান। মঙ্গলবার দুপুরে তার মৃতদেহ বাড়িতে নেওয়া হলে বিক্ষুব্ধ এলাকাবাসী ঘটনার জন্য দায়িদের শাস্তি দাবি করে বিক্ষোভ করেন।
জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লোকমান হোসেন ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের জানান, অর্থনৈতিক অঞ্চলের ঠিকাদারী প্রতিষ্ঠান এম এম বিল্ডাস ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ৩ লাখ টাকা, মৃতদেহ দাফনের জন্য প্রশাসনের পক্ষ থেকে ১৫ হাজার টাকা দেওয়া হয়েছে। এ ছাড়াও বেজার পক্ষ থেকে ১ লাখ টাকা প্রদান করা হবে ওই পরিবারকে। ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনের আশ্বাস দেওয়া হয়েছে। এ সময় ঘটনাস্থলে ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক লোকমান বলেন, দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
তিতপল্লা ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ জানান, ড্রেজার মেশিনে পাইপ ফেটে দুর্ঘটনায় কৃষক নজরুল ইসলাম মারা গেছে। জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারী প্রতিষ্ঠান এম এম বিল্ডার্স অর্থনৈতিক এলাকায় মাটি ফেলতে এক কিলোমিটার এলাকার বামনজি বিলে অন্তত ২৫টি বড় ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করছে। এসব মাটি স্থানীয় কৃষকের ফসলি জমির উপর দিয়ে পাইপের মাধ্যমে নেয়া হচ্ছে। পাইপে নেওয়া বালি পরে ফসলি জমি নষ্ট হচ্ছে। এ বিল্ডারের ইঞ্জিনিয়ার মনির হোসেন এলাকাবাসীকে তুয়াক্কা না করে, এ রকম কাজ চালিয়ে যাচ্ছে। স্থানীয় বাধা দিলে তাদের ভুগতে হয় পুলিশী হয়রানিতে। এ কাজে কেউ বাধাঁ দিতে পারে না।
বামনজি বিল থেকে মাটি উত্তোলন করায় বিলের বিভিন্নস্থানে গর্ত হওয়ায় এর আশপাশের ফসলি জমি ভাঙ্গনের সৃষ্টি হচ্ছে। কর্মহীন হয়েছে ওই বিলের উপর নির্ভরশীল শত শত মৎস্যজীবী। তারা তাদের ন্যার্য অর্থ থেকে বিতারিত হচ্ছে। তাদের পাওনা অর্থ অন্য ইউনিয়নের পছন্দ মতো লোকদের হাতে তুলে দেওয়া হ্চছে।
ঠিকাদারী প্রতিষ্ঠান এম এম বিল্ডার্সের সুপার ভাইজার বারেক বিশ্বাস বলেন, পাইপলাইনে ত্রুটির জন্য এ দুর্ঘটনা ঘটেছে। তারা প্রশাসনের অনুমতি নিয়ে ওই বিল থেকে ড্রেজারে মাটি উত্তোলন করছে। নিহতের পরিবারকে ক্ষতিপুরন এবং ওই পরিবারকে পুনর্বাসন করা হবে প্রতিষ্ঠানের পক্ষ থেকে।
বামনজি বিল থেকে ড্রেজারে মাটি উত্তোলন বন্ধের দাবি জানিয়েছেন বিলের আশপাশের বাসিন্দা ও মৎস্যজীবীরা। একই সাথে দুর্ঘটনার জন্য দায়ি ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি তাদের।
জামালপুর সদর উপজেলার জোয়ানেরপাড়া মৌজার ৪৩৬ একর জমির উপর অর্থনৈতিক অঞ্চলটি প্রতিষ্ঠা করা হচ্ছে। এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ২০৯ কোটি টাকা। বর্তমানে প্রকল্পটির মাটি ভরাট, বিদ্যুৎ লাইন, গ্যাস লাইনসহ প্রাথমিক স্তরের কাজ চলমান রয়েছে।
জামালপুর।
১৯-০২-১৯