বিশেষ প্রতিনিধিঃ
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের মেদান শহরে রাস্তার ধারের এক ভবন থেকে প্রায় ২০০ ‘বাংলাদেশিকে’ আটক করেছে দেশটির পুলিশ। বুধবার দেশটির কর্তৃপক্ষ এএফপিকে এ তথ্য জানায়।
পুলিশ গতকাল মঙ্গলবার ওই ভবনে অভিযান চালায়। সেখানে গাদাগাদি করে থাকা অবস্থায় ১৯২ জনকে পাওয়া যায়। অধিকাংশ লোকেরই বয়স ২০ এর কোঠায়। দোতলা ভবনে থাকা এসব বাংলাদেশির অনেকেই খাবারের কষ্টের কথা জানিয়েছেন।
কর্তৃপক্ষ জানায়, তাদের ধারণা এসব লোক বাংলাদেশ থেকে এসেছেন। তাঁরা মালয়েশিয়ায় যাওয়ার আশায় এখানে এসেছেন। কয়েক মাস ধরে তাঁরা এসব কোয়ার্টারে গাদাগাদি করে বাস করছিলেন।
মেদান ইমিগ্রেশনের প্রধান ফেরি মোনাং সিহিতে বলেন, ‘আমাদের ধারণা তাঁরা নৌকায় করে এখানে এসেছেন। তাঁদের কাছে কোনো নথিপত্র নেই। আমরা এখনো তাঁদের জিজ্ঞাসাবাদ করছি। এরপর আমরা তাঁদের বিতাড়িত করব কি করব না, সে বিষয়ে সিদ্ধান্ত নেব।’
তবে এই ভবনের মালিক কে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অথবা এসব লোকের বিষয়ে তাদের ভূমিকা কী, তা-ও পরিষ্কার হয়নি।
সাম্প্রতিক কয়েক বছরে ইন্দোনেশিয়ায় হাজারো মানুষ আশ্রয়ের খোঁজে আসছে। বেশির ভাগই আফগান ও মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা।
ইন্দোনেশিয়া শরণার্থীদের জন্য করা জাতিসংঘ সনদে সই করেনি। দেশটিতে আশ্রয়প্রার্থীদের কাজ করার অনুমতি নেই