Breaking News
Home / Breaking News / জামালপুরের দিগপাইত ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সাংসদ মোজাফফরকে ফুলেল শুভেচ্ছা ও কম্বল বিতরণ

জামালপুরের দিগপাইত ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সাংসদ মোজাফফরকে ফুলেল শুভেচ্ছা ও কম্বল বিতরণ

নিপুন জাকারিয়া, জামালপুর প্রতিনিধি :–

জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সদর আসনের বিপুল ভোটে নব-নির্বাচিত সংসদ সদস্য, সদর বাসীর প্রিয় নেতা, বিশিষ্ট শিল্পপতি, দানবীর, জামালপুর সদর আসনের সংসদ সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন সিআইপিকে, ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

শুক্রবার সকালে এ ফুলেল শুভেচ্ছা শেষে, এক সংক্ষিত আলোচনা সভায় আয়োজন করা হয়। আলোচনা শেষে পরিষদের প্রাঙ্গনে কম্বল বিরতণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন সিআইপি, এ সময় তিনি ৩০০টি কম্বল বিতরণ করেন।

অনুষ্ঠানে দিগপাইত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মিজানুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি একেএম মোহসীনুজ্জান মোহসিন, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, বাঁশচড়া ইউনিয়ন আ,লীগের সসভাপতি আবুল খায়ের খোকা মাষ্টার, সম্পাদক শাহাদাৎ হোসেনসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Powered by themekiller.com