বিশেষ প্রতিনিধিহ
নানা তাল-বাহানা শেষে সদ্য অনুষ্ঠিত একাদশ জাতীয় নির্বাচনে ঐক্যফ্রন্টের ব্যানারে অংশ নিয়েছিল বিএনপি। কিন্তু সংসদীয় মাত্র ৬টি আসন পেয়ে ভরাডুবি হয়েছে দলটির। এর নেপথ্যে রাজনৈতিক-ভাবেই বিএনপি’র কৌশলে ভুল ছিল বলে মনে করেন দলটির অধিকাংশ নেতা-কর্মী।
নির্বাচনে বিপর্যয়ের পর দলটি ঘুরে দাঁড়াতে চাইলেও অভ্যন্তরীণ কোন্দল ও কর্মীদের হতাশার কারণে কোন পরিকল্পনায় নিতে পারছেনা। এছাড়া দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে রেখে ভোটে যাওয়ায় বিএনপির একাংশ হতাশ ও ক্ষুব্ধ।
তৃণমূল পর্যায়ে অনেকে হতাশ হয়ে পড়লেও এ থেকে বের হতে দলের ভেতর-বাইরে বিশ্লেষন চলছে। মুলত: শুরু থেকে বিএনপি বা জোটের কোন সুনির্দিষ্ট পরিকল্পনা সেভাবে পরিলক্ষিত হয়নি। কি প্রক্রিয়ায় নির্বাচন করবে, কিভাবে সরকার গঠন করবে,কে মূখ্য নেতৃত্বে থাকবেন- তা ছিল ধোঁয়াশার মতো। বিএনপির নেতারা অনেকটা হাত-পা ছেড়ে বসেছিলেন। তারা পুরো নির্ভরতা ছেড়ে দেন ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের নেতাদের ওপর। প্রথমে নির্বাচনে অংশ গ্রহন করবে কি না তা নিয়ে দলে বিভক্তি ছিল স্পষ্ট। এক পক্ষ প্রকাশ্যেই বলতে থাকেন দলের কারাবন্দি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ছাড়া তারা নির্বাচনে যাবেন না। নির্বাচনে অংশ নেয়ার পর প্রতিকূল পরিবেশের অভিযোগে নির্বাচন বর্জনের পক্ষে একটি অংশ শক্তভাবে অবস্থান নেন। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাজাহান ওমর, কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলম, শহীদ উদ্দিন চৌধুরী এ্যনিসহ অনেক নেতা প্রকাশ্যে নির্বাচন বর্জনের পক্ষে অবস্থান নেন। তবে যে কোন পরিস্থিতিতে নির্বাচনে শেষ পর্যন্ত থাকার পক্ষে ঐক্যফ্রন্টের ড.কামাল হোসেনসহ কয়েকজন নেতার জোরালো অবস্থানের কারনে তা সফল হয়নি।
বিএনপি সূত্রে জানা গেছে, এখন বাস্তবতার নিরিখেই পথ চলতে চান দলের নীতিনির্ধারকেরা। ব্যর্থতার নেপথ্যে ‘কারণ’ বা ‘ভুলগুলো’ চিহ্নিত করে তা সংশোধনের মাধ্যমে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে নতুন পরিকল্পনা গ্রহণ করতে চাচ্ছে দলের হাইকমান্ড। কিন্তু দলের ভেতরে অভ্যন্তরীণ কোন্দল চরমে পৌছৈঁছে। অবশ্য এটা ভোটের আগেই প্রকাশ্যে এসছিল। তখন ধানের শীষের অনেক প্রার্থী মাঠ ছেড়ে দেন। ব্যারিস্টার মওদুদ আহমদসহ অনেকে প্রকাশ্যে ঘোষনা দিয়েই চলে আসেন মাঠের বাইরে। বিএনপির অনেক প্রার্থী প্রচারনায় নামেন নি। এমনকি পোস্টারও ছাপেননি।
এখন দেখার বিষয় এটায়, অভ্যন্তরিণ কোন্দল কাটিয়ে বিএনপি ঘুরে দাঁড়াতে পারে কিনা।