পরিপূর্ণ মানুষ
সারমিন জাহান মিতু
৬/১২/২০২০
ভালোবাসার একটা অধ্যায় চেটেপুটে খেয়েছে,
অসুর শকুনির দলে।
আমি নমনীয় নারী সমাজ হতে পারিনি,
তীব্র হুংকারে প্রতিবাদ করেছি আকাশ -মাটি কাঁপিয়ে
তোমাদের তথাকথিত সমাজের তোয়াক্কা কোনদিন ছিলোনা।
আমার আঁচলে আচঁড়ে কাটা প্রতিটি দাগে
মুমূর্ষু বেদনার ছটফটানি দাবনল।
ভালোবাসার অক্ষমতা কোন কালেই ছিলোনা আমার।
আকাশ হবার উড়ন্ত ইচ্ছে নিয়ে ভালোবেসেছি
বেঁচে থাকার অপর নাম প্রবাহিত জীবনের মূল্যবোধ।
আমিও চেটে খেয়েছি ওদের ভস্মিত শরীর মহা উল্লাসে।
শ্রাবণ সন্ধ্যায় তুমুল ভিজেছি
একটু একটু অগ্নি উত্তাপ নিবারণের পর
এখন আমিও পরিপূর্ণ মানুষ।
নারী হতে আমি আসিনি,
আমার ধমনীর শিরায় যে শব্দ গুলো শুনতে পাও
সেখানের শব্দ গুলো কথা বলে শরীর-কর্ম,মেধা-মননে
আমিও মানুষ।
মানুষ হয়েই ভালোবাসি ক্লান্ত পৃৃথিবীর পথটাকে।