আমার আমি নই….
এম.আর হারুন
একা পথ চলতে শিখেছি
আপন ভাবলে হয় পর,
একা কথা বলতে চেষ্টা করি
আমি নই স্বার্থপর।
আমার ভুবনে ছিলো আলো
বিষাদ অন্ধকার মাথার উপর,
অমাবস্যা আসেনি কখনো
খুজেছি কষ্টের শেকড়।
আপন ভাবলে কি হয়
পায়রার মতো উড়ে যায়,
পর ভাবলে কি হয়
কষ্টেরা কুড়ে কুড়ে খায়।
আমার জীবনতো এমনিতেই শেষ
বাকি নেই কোনো ভরসা,
শুকনো পাতার মতো পচন ধরে
যা ছিলো আশা।
নিমগ্ন মনে তাল পাতার বাশি
বাজিয়েছি ছায়াতলে,
হিমেল হাওয়া দেহ ঘেঁসে যায়
বিষাদের অন্তরালে।
আর বাঁচবো কি নিয়ে
যে ছিলো সেতো চলে গেছে,
কিবা আছে কপালে আমার
বলুক পাছে লোকে।