Breaking News
Home / Breaking News / বিশিষ্ট কবি সারমিন জাহান মিতুর অসাধারণ কবিতা “নিরুত্তর “

বিশিষ্ট কবি সারমিন জাহান মিতুর অসাধারণ কবিতা “নিরুত্তর “

নিরুত্তর

সারমিন জাহান মিতু

১৫-০১-২০২৩

বৈকালী অবসাদ টুকু গচ্ছিত রাখি
অস্তমিত সূর্য পটে,

গুম হওয়া জীবন খুঁজে চলি
প্রাক্তন আলসে দুপুরে।

ভব খেলার মাঠে টোল পড়ার হাসির কৈশোর – মুছে দেই,

সম্মুখ প্রশ্ন পত্রের উত্তর খুঁজে যাই
মেয়েরাও আবার মানুষ নাকি?

দিন শেষে সন্ধ্যা নামে
পাখিদের নীড়ে ফেরার তাড়া দেখি-
তবুও কুঁড়ে কুঁড়ে খায় অযাচিত মন ভাবনা,

অবরুদ্ধ সন্ধ্যায় পৌষের বিরূপতা কাঁপন জাগায় –
উষ্ণ চায়ের কাপে টুংটাং আওয়াজ মোড়ের দোকানে –
ইচ্ছের বালিহাঁস ডানা চাঁপা পরে।

নিজেকে শুধাই মনে মনে চোখ মুখে একি তো মানবের মুখে তুমি – জন্ম হতে কেন পরাধীন।

রাবণ সত্তা আমার ভেতর থেকে গর্জে ওঠে
-রামের সীতা নও তুমি – শুধু মানবী,

মেয়েরাও মানুষ নাকি জানি না আমি।

অতঃপর নীরবতা নেমে আসে,

শীতল দেহে জীবনের হাজার প্রশ্ন
নিরুত্তর থেকে যায় -ফ্যাকাসে চোখ ভৎসনা দিয়ে যায়
জানি না কাকে – হয়তো সৃষ্টি রহস্য তোমাকেই।

Powered by themekiller.com