Breaking News
Home / Breaking News / এভাবে মা বাবাকে খুব বেশী জড়িয়ে ধরা হয় না’

এভাবে মা বাবাকে খুব বেশী জড়িয়ে ধরা হয় না’

অনলাইন ডেস্ক :
ছোট ও বড় পর্দায় সমান দাপটে মাতিয়ে চলেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। সারা বছর কাজেই ব্যস্ত থাকতে হয় তাকে। শত ব্যস্ততার মাঝেও এই তারকা অভিনেতা সোশাল মিডিয়ায় বেশ সরব। ভক্ত অনুরাগীদের সাথে নিজের প্রিয় মুহূর্ত শেয়ার করতে ভুলেন না!

এবার চঞ্চল চৌধুরী শেয়ার করলেন নিজের বাবা মায়ের সঙ্গে একটি স্থির চিত্র। শুধু তাই নয়, মা-বাবাকে নিয়ে লিখলেন একটি আবেগঘন স্ট্যাটাসও। ‘তারকা কথন’-এর পাঠকদের জন্য যা হুবুহু তুলে ধরা হলো:

এভাবে মা বাবাকে খুব বেশী জড়িয়ে ধরা হয় না। অনেক বড় হয়ে গেছি না! লজ্জা লাগে এখন। যখনই কাছে বসে বাবা মা কে একটু ছুঁয়ে আদর করি, কেন জানি চোখ দুটো ভিজে যায়,আমারও,মায়েরও। ছাড়তে ইচ্ছা করে না, মনে হয় বুকের ভেতর আগলে রাখি বাকি টা জীবন। বাবা মায়ের বয়স যত বাড়ছে, ততই অজানা আতংক আমাকে গ্রাস করছে। দিন দিন শিশুর মত হয়ে যাচ্ছে দুজন। শুদ্ধ’র(ছেলে) মতন। আর আমি….অনেক বড় হয়ে যাচ্ছি!

আমার কাছেই ছিল কয়েকটা দিন,আজ বাসে তুলে দিয়ে চোখের জল ফেলতে ফেলতে,রুটিন মাফিক কাজে এসে যোগ দিলাম,কিন্তু বুকের ভেতর টা হু হু করছে…

আবার কবে কাছে পাবো তোমাদের? আর কতদিন কাছে পাবো,জানি না…

Powered by themekiller.com