নিপুন জাকারিয়া :–
জামালপুর সদর উপজেলার অন্তর্গত সিআইজি মৎস্য চাষীদের মাঝে জাল বিতরণ করা হয়েছে। গতকাল সকালে সদর উপজেলা প্রশাসন চত্ত্বরে সিআইজি মৎস্য চাষীদের মাঝে জাল বিতরণের আয়োজন করেন সদর উপজেলা মৎস্য দপ্তর। ২০১৯-২০ আর্থিক সালে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগাম ফেজ- ডাবল আই, প্রজেক্ট (এনএটিপি-২) মৎস্য অধিদপ্তরের আওতায় জামালপুর সদর উপজেলার ৩০ জন সিআইজি মৎস্য চাষী সদস্যের মাঝে জাল বিতরণ করা হয়। মৎস্য অধিদপ্তর জামালপুর জেলা কর্মকর্তা মমতাজুন্নেছা’র সভাপতিত্বে ও জেলা খামার ব্যবস্থাপক কবীর উদ্দীন আহম্মদের সঞ্চালনায় জাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও মৎস্য চাষীদের মাঝে জাল বিতরণ করেন জামালপুর সদর আসনের সাংসদ আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন সিআইপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় উপ-পরিচালক ড. মোহাম্মদ আব্দুল মজিদ, জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা শারমিন আক্তার প্রমুখ। এসময় সদর উপজেলা সিআইজি মৎস্য চাষীদের অন্যান্য সদস্য, সদর উপজেলা মৎস্য কর্মকর্তাসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত সমৃদ্ধ বাংলাদেশের অংশিদার হিসেবে সারাদেশে সিআইজি মৎস্য চাষীদের আর্থিক ভাবে স্বাবলম্বী করে তুলতে এই প্রকল্পের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে উপস্থিত সকল মৎস্য চাষীদের ও মৎস্য কর্মকর্তাদের আহ্বান জানান। আগামী দিনে মৎস্য অধিদপ্তর কর্তৃক মৎস্য চাষীদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে স্বাবলম্বী করে তুলতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান বক্তারা…….