জেলা প্রতিনিধি :
পুলিশ সুপার, চাঁদপুর এর নির্দেশে অদ্য ১১/০৯/২০১৮খ্রিঃ এসআই/ মোঃ আল আমিন সঙ্গীয় ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করা কালে বিকাল ১৯.৩০ ঘটিকার সময় ফরিদগঞ্জ থানাধীন পৌরসভাস্থ উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্স রোড এশিয়ান ডায়াগনিষ্ট সেন্টারের সামনে হইতে আসামী (১) মোঃ ইকবাল হোসেন (৩২), পিতা-মৃত আঃ মন্নান বেপারি, সাং-গৃদকালিন্দিয়া (০২) সালাউদ্দিন ( ২৭)পিতা-কলি তালুকদার সাং-পশ্চিম বড়ালি, উভয় থানা-ফরিদগঞ্জ জেলা-চাঁদপুরদ্বয়কে ২০ ( বিশ) পিস ইয়াবাসহ আটক করেন। এ বিষয়ে ফরিদগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু পক্রিয়াধীন।