অনলাইন ডেস্ক :ওবায়দুল কাদেরের নেতৃত্বে উত্তরবঙ্গে আওয়ামীলীগের নির্বাচনী ট্রেন
…………………………………
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় প্রচারণার অংশ হিসেবে আজ সকালে উত্তরবঙ্গের উদ্দেশ্যে ট্রেন যাত্রা শুরু করেছে বাংলাদেশ আওয়ামীলীগ। দলের সাধারণ সম্পাদক জননেতা ওবায়দুল কাদের এমপি’র নেতৃত্বে উত্তরবঙ্গের আট জেলায় আওয়ামীলীগ নেতারা পথসভায় অংশ গ্রহন করবেন।সকাল ৮ টায় কমলাপুর রেলষ্টেশন থেকে নীলসাগর আন্ত:নগর রেলযোগে নীলফামারী অভিমুখে যাত্রা শুরু করেছেন। যাত্রাপথে টাঙ্গাইল, পাবনা,নাটোর,বগুড়া, জয়পুরহাট, দিনাজপুর ও নীলফামারী জেলার রেলস্টেশনগুলোতে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন নেতারা।
এই রেলযাত্রা কর্মসূচীতে জনাব ওবায়দুল কাদের এমপি’র সফরসঙ্গী হয়েছেন আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানক এমপি, প্রচার সম্পাদক ড: হাছান মাহমুদ এমপি, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক এমপি, আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, খালিদ মাহমুদ চৌধুরী এমপি ও উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
সংগ্রহ :জাফর ইকবাল মুন্না